ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

এবছর চৌগাছায় ১৮ হাজার হেক্টর জ‌মি‌তে বো‌রো ধা‌নের চাষ


প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ন


এবছর চৌগাছায় ১৮ হাজার হেক্টর জ‌মি‌তে বো‌রো ধা‌নের চাষ

য‌শোর থেকে খান সাহেব : য‌শো‌রের চৌগাছা উপ‌জেলায় ১৮ হাজার হেক্টর জ‌মি‌তে চল‌তি মওসু‌মে বো‌রো ধা‌নের চাষ হ‌য়ে‌ছে। বর্তমান বাজা‌রে ধা‌নের দাম বে‌শি থাকায় গত মওসু‌মের থে‌কে প্রায় এক হাজার হেক্টর জ‌মি‌তে বে‌শি ধা‌ন চাষ হ‌য়ে‌ছে। 

উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সের দেওয়া তথ‌্য অনুযা‌য়ী ১নং ফুলসারা ইউ‌নিয়‌নে দুই হাজার ১৪০ হেক্টর জ‌মি‌তে, ২নং পাশা‌পোল ইউ‌নিয়‌নে দুই হাজার  তিনশ ৪০ হেক্টর জ‌মি‌তে, ৩ নং সিংহঝু‌লি ইউ‌নিয়‌নে এক হাজার দুইশ ৬০ হেক্টর জ‌মি‌তে, ৪ নং ধু‌লিয়া‌নি ইউ‌নিয়‌নে সাতশ ২০ হেক্টর জ‌মি‌তে, ৫ নং চৌগাছা সদর ইউ‌নিয়‌নে এক হাজার  দুইশ ২০ হেক্টর জ‌মি‌তে, ৬ নং জগদীশপুর ইউ‌নিয়‌নে এক হাজার  হেক্টর জ‌মি‌তে, ৭ নং পা‌তি‌বিলা ইউ‌নিয়‌নে এক হাজার ৪০  হেক্টর জ‌মি‌তে, ৮ নং হা‌কিমপুর ইউ‌নিয়‌নে এক হাজার  তিনশ হেক্টর জ‌মি‌তে, ৯ নং স্বরুপদাহ ইউ‌নিয়‌নে এক হাজার ছয়শ হেক্টর জ‌মি‌তে, ১০ নং নারায়ণপুর ইউ‌নিয়‌নে দুই হাজার  হেক্টর জ‌মি‌তে, ১১নং সুখপুকু‌রিয়া ইউ‌নিয়‌নে আড়াই হাজার হেক্টর জ‌মি‌তে এবং চৌগাছা পৌরসভায় আটশ হেক্টর জ‌মি‌তে চল‌তি মওসু‌মে বো‌রো ধা‌নের চাষ হ‌য়ে‌ছে। 

উপ‌জেলার সুখপুকু‌রিয়া স্বরুপদাহ,নারায়ণপুর ইউ‌নিয়‌নে প্রায় এক মাস পূ‌র্বে ধা‌নের চারা রোপ‌নের কাজ শেষ হ‌লেও সিংহঝু‌লি, চৌগাছা  ও ফুলসারা ইউ‌নিয়‌নে ধা‌নের চারা রোপ‌নের কাজ দুই এক দি‌নে আ‌গে শেষ হ‌য়ে‌ছে। 

ত‌বে সব মি‌লি‌য়ে উপ‌জেলার ৯৫ ভাগ জ‌মি‌তে ধা‌নের চারা রোপ‌নের কাজ শেষ হ‌য়ে‌ছে। সিংহঝু‌লি গ্রা‌মের বর্গা বো‌রো চাষী সাইফুল ইসলাম ব‌লেন গত আমন মওসুমে ধা‌নের দাম ভাল পাওয়ার কার‌নে চল‌তি মওসু‌মে আট বিঘা জ‌মি‌তে বো‌রো ধা‌নের আবাদ ক‌রে‌ছি। আশা কর‌ছি ফলন ভাল হ‌বে। 

তি‌নি আ‌রো ব‌লেন, ৩৩ শতাং‌শের এক বিঘা জ‌মি সা‌ড়ে আট হাজার ক‌রে লিজ নি‌য়ে‌ছি। ধা‌নের দাম প‌ড়ে গে‌লে প‌থের ফ‌কির হ‌য়ে যা‌বো। উপ‌জেলার হুদাফ‌তেপুর গ্রা‌মের বড় চাষী মাওলানা আলী আকবর ব‌লেন আ‌মি প্রতি বছর ৪০/৪৫ বিঘা জ‌মি‌তে ধান চাষ ক‌রে থা‌কি। বিগত ক‌য়েক মওসুম ধা‌নে ব‌্যাপক হা‌রে লোকসা‌নের কার‌নে প্রায় বিশ বিঘা জ‌মি‌তে পুকুর খনন ক‌রে মাছ চাষ কর‌ছি। বা‌কি জ‌মি‌তে এ বছরও বো‌রো ধা‌নের আবাদ ক‌রে‌ছি দে‌খি এ বছর কি হয়। 

রামকৃষ্ণপুর গ্রা‌মের কৃষক আব্দুল আ‌লিম জানান বিগত ক‌য়েক বছর যাবৎ ধা‌নের আবা‌দে ব‌্যাপকহা‌রে লোকসা‌নের পর গত মওসু‌মে ভাল দাম পাওয়ার কা‌র‌নে আমার এলাকার কৃষ‌কেরা এ বছর ধা‌নের আবাদ বে‌শি কর‌ছে। ফলন ভাল হ‌লে এবং দাম ভাল পাওয়া গে‌লে তো ভাল, তানাহ‌লে বিপ‌দের শেষ থাক‌বেনা। 

উপ‌জেলা কৃষি কর্মকর্তা রইচ উ‌দ্দিন ব‌লেন, চল‌তি মওসু‌মে কৃষ‌কেরা খুবই আগ্রহের সা‌থে বো‌রো ধা‌নের চাষ ক‌রে‌ছে। আ‌মি এবং  আমার সহকর্মীরা কৃষ‌কের পা‌শে থে‌কে সবরকম পরামর্শ দি‌য়ে যা‌চ্ছি। সা‌থে সা‌থে সার কিটনাশ‌কের ব‌্যাপা‌রেও প্রতি‌নিয়ত খোঁজখবর রাখ‌ছি। আশা কর‌ছি এ মওসু‌মেও বো‌রো ধা‌নের ফলন ভাল হ‌বে।


   আরও সংবাদ