ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

সাতীরা থেকে চুরি হওয়া ইজিবাইক মণিরামপুরে উদ্ধার


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ন


সাতীরা থেকে চুরি হওয়া ইজিবাইক মণিরামপুরে উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : সাতীরা থেকে চুরি হয়ে যাওয়া একটি ইজিবাইক মণিরামপুরের রাজগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয়েছে। এই চুরির অভিযোগে ইছানুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগন। 

আটক যুবক মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সাহেব আলী বিশ্বাসের ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার খালিয়া বেলে খাল নামক স্থান থেকে ইজিবাইকসহ ইছানুর রহমানকে  হাতে নাতে আটক করে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত  কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবককে ইজিবাইকসহ আটক করে তদন্ত কেন্দ্রে  নিয়ে আসে। 

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  শাহাজান আহম্মেদ জানান, ইজিবাইকটি সাতীরা সদর থানার আওতাধীন হওয়ায় ইজিবাইক ও আটক যুবককে সাতীরা সদর থানা পুলিশের নিকট বুধবার হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার দিবাগত রাতে সাতীরা জেলার তালতলা মোড়ের কবির মোটরসের গেটের তালা ভেঙ্গে চোরেরা একটি ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়।মঙ্গলবার থেকে ইজিবাইকের মালিক কবির হোসেন তার চুরি হয়ে যাওয়া গাড়ির সন্ধানে বিভিন্ন জায়গায় সন্ধান চালাতে থাকে। 

মঙ্গলবার বিকেলে স্থানীয় জনগনের সহযোগিতায় সাতক্ষীরা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি মণিরামপুরের খালিয়া গ্রাম থেকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।


   আরও সংবাদ