প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে মোবাইলফোন চুরির অপবাদে গণপিটুনিতে মামুন হাসান(২২) নামের এক মাদরাসা ছাত্র মারা গেছে।
বুধবার(১৭ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মামুনের মৃত্যু হয়।
নিহত মামুন হাসান মণিরামপুর উপজেলার কাসিমনগর ইউনিয়নের খোজালিপুর গ্রামের মশিয়ার গাজীর একমাত্র ছেলে। তিনি মণিরামপুর আলিয়া মাদরাসার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার খোজালীপুর গ্রামের জনৈক আইনাল হোসেনের একটি মোবাইলফোন চুরি করেছে এমন অভিযোগ এনে ওই গ্রামের আলতাফ হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন ও মিন্টুসহ কয়েকজন যুবক মামুনকে বেধড়ক গণপিটুনি দেয়।
রক্তাক্ত জখম অবস্থায় ওই গ্রামের মধ্যপাড়ার মসজিদের কাছে একটি মুদিদোকানের সামনে তাকে সারারাত পিটমোড়া দিয়ে বেঁধে ফেলে রেখে নির্যাতন দেয় ওই যুবকেরা। পরদিন সকালে মামুন হাসানের মা ছকিনা বেগম পুলিশে খবর দিলে গুরুত্বর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। এ দিকে এ হত্যাকন্ডের ঘটনায় বুধবার সন্ধ্যায় পুলিশ এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে খোজালীপুর গ্রামের আলতাফ হোসেন, সোহাগ হোসেনকে আটক করে।