প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে পৃথক তিনটি অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার দুপুরে পৌর শহরে ২টি ও শুক্রবার রাতে উপজেলার শ্যামকূড় ইউনিয়নের মুজগুন্নী গ্রামের নতুন বাজারে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মৎস্য ব্যবসায়ী আহম্মাদ আলীর মাছের ক্যারেট গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে গোডাউনের মাছের ক্যারেটসহ প্রায় ৫ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহম্মাদ আলীর দাবি।
অন্যদিকে শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মুজগুন্নী গ্রামের মুনছুর মোড় নতুন বাজারে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের সবই পুড়ে ভষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলো হাফেজ আসাদুজ্জামানের মুদি দোকান, আসাদের কম্পিউটারের দোকান, ফিরোজ ও কবির হোসেনের চায়ের দোকান, পল্লী চিকিৎসক বাবুল আক্তারের দোকান, শরিতুল্লাহ ওরফে ছোট্ট’র খাবারের হোটেল, বশির উদ্দিনের কাঁচা তরকারীর দোকান ও মশিয়ারের সাইকেল গ্যারেজে।
ওই গ্রামের বাসিন্দা আব্দুল করিম জানান, অগ্নিকান্ডে ভম্মীভুত হয়ে ৮টি দোকানের সমুদয় মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন ।
অপরদিকে একই দিন ভোররাতে পৌর শহরের তাহেরপুর গ্রামীণ ব্যাংকের সামনে ভুট্টো’র সাইকেল স্টোর এন্ড সার্ভিসিং সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক আবু দাউদ ভুট্টো জানান, অগ্নিকান্ডে ভম্মীভুত হয়ে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও একবার তার প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আজিম উদ্দিন জানান, পৃথক তিনটি অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে আগুন নেভানোর আগেই সকল ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।