ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দৈনিক কলম টিমের সৌজন্য সাক্ষাত


প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪০ অপরাহ্ন


মণিরামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দৈনিক কলম টিমের সৌজন্য সাক্ষাত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে দৈনিক কলম কথা অনলাইন পত্রিকার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার রাতে ক্লাবের হলরুমে অনলাইন পত্রিকা দৈনিক কলম কথার পক্ষ থেকে মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেনসহ উপস্থিত নির্বাহী ও সাধারণ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময়ে দৈনিক কলম কথার উপদেষ্টা জয়ন্ত চক্রবর্তী, প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী, নির্বাহী সম্পাদক সাথী চক্রবর্তী, বার্তা সম্পাদক হুমায়ুন কবির সবুজ, জিএম টিপু সুলতান ও দেবাশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সংবাদিকতার জগতে আধুনিকতা নিয়ে-সাহসিকতা, স্বচ্ছতা ও ন্যায়ের সাথে কাজ করার মানুসিকতা এবং সত্য ও ন্যায়ের পক্ষে একে-অপরের সহযোগিতার বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ