ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঝাপা বাঁওড়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার


প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩৬ অপরাহ্ন


ঝাপা বাঁওড়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরের ঝাপা বাঁওড়ে নিখোঁজ কলেজ ছাত্র শোয়েবের লাশ নিখোঁজের প্রায় ২৬ ঘন্টা পর ডুবুরি তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে। 

শুক্রবার (১২ জানুয়ারি) দ্বিতীয় দিনের তল্লাশি অভিযান শুরু হয় সকাল সাড়ে ৯টায়। দুপুর ১টার দিকে খুলনা থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য হুমায়ুন কবির শোয়েবের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। 

এ সময় মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও নিহতের স্বজনরা ও হাজার হাজার উৎসুক জনতা বাঁওড় পাড়ে উপস্থিত ছিলেন।

 দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা কলেজ ছাত্র শোয়েবের মৃতদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্র শোয়েব হাসান (১৮) তার বন্ধুদের সাথে ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুতে পিকনিকে এসে নৌকা ভ্রমণের সময় বন্ধুদের সাথে সাতার কাটতে যেয়ে নিখোঁজ হন। এরপরপরই নিখোঁজ শোয়েবের সন্ধানে স্থানীয়রা তৎপরতা শুরু করেন। 

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বৃহস্পতিবার ১ টার দিকে বাঁওড়ে উদ্ধার কাজে নামেন। কিন্তু তারা কোনো সন্ধান দিতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ৩জন ডুবুরি বাঁওড়ে নেমে ব্যাপক অনুসন্ধ্যান চালিয়ে ব্যর্থ হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান স্থগিত রাখেন। 

শুক্রবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নেমে প্রায় তিন ঘন্টা পর  নিখোঁজ কলেজ ছাত্র শোয়েবের অক্ষত মৃতদেহ উদ্ধার করেন ডুবুরি হুমায়ুন কবির। নিখোঁজ শোয়েব হাসান যশোর শহরের আরবপুরের শাহিনুর রহমানের ছেলে। 


   আরও সংবাদ