ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে বাঙ্গালিকে : স্বপন ভট্টাচার্য্য


প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০০ পূর্বাহ্ন


অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে বাঙ্গালিকে : স্বপন ভট্টাচার্য্য

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ আজ উন্নয়নের চরম শিখরে পৌছে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুফল বাঙ্গালি জাতি আজ প্রত্যেকটি ক্ষেত্রে পেতে শুরু করেছে। 

দেশের যোগাযোগ ,স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে  জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধু এ দেশের মাদরাসা শিক্ষাকে যুগপোযোগী করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন তার সুফল আজ মাদরাসা শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। 

মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে বাঙ্গালি জাতিকে তাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

মণিরামপুর উপজেলার  জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদরাসার ছাত্রাবাস ও ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উপরোক্ত কথা বলেন।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আব্দুল গণি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ও দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা এ্যাড. বশির আহমেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার, মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স.ম আলাউদ্দীন, সাবেক ছাত্রনেতা প্রভাষক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, নবনির্বাচিত পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরি, সুমন দাস, মন্ত্রীর ব্যক্তিগত সহাকারী কবির খান, গাজী আসাদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ