প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২১ ০২:৫০ পূর্বাহ্ন
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ির ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
স্বামী ফরহাদসহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহত আকলিমা বেগমের পরিবার।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের নিহত আকলিমার বাবা আজিজল অভিযোগ করে বলেন, আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়।
গতকাল বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় ফরহাদ ও তার পরিবার পালাতক রয়েছে। অন্য দিকে নিহত আকলিমার পরিবারের মাঝে নেমে আসে শোকের মাতম।
এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত আকলিমা বেগমের লাশ স্বামীর বাড়িতেই রয়েছে। স্থানীয়রা তজুমদ্দিন থানায় বিষয়টি জানিয়েছে।