ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছা পৌর নির্বাচনে নৌকার পক্ষে মাঠে মোজাম্মেল হক


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০১ পূর্বাহ্ন


চৌগাছা পৌর নির্বাচনে নৌকার পক্ষে মাঠে মোজাম্মেল হক

চৌগাছা যশোর থেকে ফখরুল : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেলকে নৌকা মার্কায় ভোট দেবেন।

বুধবার বিকেলে চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেলের সমর্থনে এক নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বলেছিলেন, আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন উন্নয়ন দেখতে হলে শেখ হাসিনার বাংলাদেশকে দেখেন। তিনি গত ১২ বছরে দেশের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ থাকবে।

দেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বঙ্গবন্ধকন্যা শেখ হাসিনা এদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই তুলে দিয়েছেন। যেসব শিশুরা শিশুশ্রমে নিয়োজিত ছিলো তিনি তাদেরকেও লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শিশুদের লেখাপড়া নিশ্চিতে তাদের মায়েদের মোবাইলে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ অনেক বৃহৎ একটি দল। এতো বড় দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপনারা ভোট দেবেন। 

আত্মীয়-স্বজনদের কাছে ভোট চাইবেন। সবার কাছে উন্নয়নের জন্য ভোট চাইবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন। ১৪ তারিখে নৌকার বিজয় নিশ্চিত করে তবেই ঘরে ফিরতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য শাহিন চাকলাদার এবং

চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের জাতীয় সংসদ সদস্য শাহিন চাকলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল।

উপস্থিত ছিলেন চৌগাছা পৌরসভায় নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূর উদ্দীন আল মামুন হিমেল, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা, যশোর জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ঝিনাইদহের মশেপুর পৌরসভার নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, চৌগাছা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ ও হুমায়ূন কবীর সোহেল।

সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দফতর সম্পাদক হাশেম আলী, ছাত্রলীগ নেতা হাসান রেজা, আকরামুল ইসলাম, সৌরভ রহমান বিপুল, আব্দুল করিম, রুবেল হোসেন, এইচএম ফিরোজ, লিখন হাসানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীবৃন্দ।


   আরও সংবাদ