ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর পৌর এলাকা থেকে তিনটি বোমা উদ্ধার


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন


মণিরামপুর পৌর এলাকা থেকে তিনটি বোমা উদ্ধার

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর পৌর এলাকার কামালপুর গ্রাম থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে কামালপুর গ্রামের কারিকর পাড়ার নজরুল বিশ্বাসের বাড়ীর পিছনে রাস্তার ধারে একটি প্যাকেটে কৌটার মধ্যে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো তিনটি তাজা বোমা উদ্ধার করেন। 

এসআই হাসানুজ্জামান জানান, বুধবার বিকেলে স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল আকতার ঘটনাস্থলে পড়ে থাকা বোমা সদৃশ বস্তু দেখে থানা পুলিশে খবর দেন।  

খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেন এবং বালতিতে পানি ও বালি দিয়ে তা নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসেন।  বিষয়টি থানার ওসি রফিকুল ইসলামকে জানানো হয়েছে বলে তিনি জানান।


   আরও সংবাদ