প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২১ ০২:০২ পূর্বাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), একই এলাকার মৃতঃ ইউনুচ মোল্লার ছেলে মাহাবুর (৩১), মৃতঃ মিজানুর রহমানের ছেলে রেজাউল (৪০), রবিউলের ছেলে বিপ্লব হোসেন (৩৩) ও আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ(২০)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে সীমান্তের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।