প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩৮ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী নূর উদ্দীন আল-মামুন হিমেলের নৌকার সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর শহরের যশোর বাসস্ট্যান্ডের কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, চৌগাছা-ঝিকরগাছার সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক সহ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, সাবেক যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, হুমায়ূন কবীর সোহেল ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিত কুমার বসু, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, সহ-প্রচার শফিক হায়দার লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা, ছাত্রলীগ নেতা, আব্দুল করিম, রুবেল হোসেন, এইচএম ফিরোজ, লিখন হাসান প্রমুখ।
মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। মিছল থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চৌগাছা পৌর নির্বাচনে আবারো নৌকার প্রার্থী নূর উদ্দীন আল-মামুন হিমেলকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানানো হয়।