ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

শরীরে মিললো ফেনসিডিল, আটক দুই


প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২১ ১২:০১ অপরাহ্ন


শরীরে মিললো ফেনসিডিল, আটক দুই

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ২টি পুরাতন বাইসাইকেল সহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

রোববার (৭ ফেব্রুয়ারী) ভোরে তাদের আটক করে উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ। 

আটককৃতরা হলো- শার্শা উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃতঃ আতাল হকের ছেলে আশানুর মোড়ল (২৬) ও একই এলাকার ফজের আলী শেখের ছেলে আলমগীর হোসেন (২১)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন সেতাই গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে জোড়া ব্রীজের গোগা অভিমূখে প্রথম ব্রীজের উপর হইতে তাদের আটক করে। 

এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় তৈরিকৃত জ্যাকেটের ভিতরে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এবং সেখান থেকে ২টি পুরাতন বাইসাইকেলও উদ্ধার করা হয়। 
 
শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। 


   আরও সংবাদ