ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে পিএফজি’র দুই কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ন


মণিরামপুরে পিএফজি’র দুই কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রপের (পিএফজি) এক ফলোআপ মিটিং শনিবার বেলা ১১টায় মণিরামপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তহনে অনুষ্ঠিত হয়।

আইএফইএস (ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম ) ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ সভায় পিএফজি’র  কো-অর্ডিনেটর  ও সুজন (সুশাসনের জন্য নাগরিক) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন সভাপতিত্ব করেন। 

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোরশেদ আলমের সঞ্চালনায় এ সভায় অভয়নগর উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যক্ষ আব্দুল লতিফ, পিস এ্যাম্বাসেডর শহিদুল ইসলাম, মণিরামপুর কমিটির পিস এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল, পিস এ্যাম্বাসেডর  প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গীতা রানী কুন্ডু, মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও পিএফজি’র সদস্য প্রভাষক নুরুল হক, পিএফজি’র সদস্য অধ্যাপক এম. আলাউদ্দীন, অধ্যাপক বাবুল আকতার, প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, প্রভাষক হাচিনা আকতার কাকলী, অনিমা মিত্র, লাভলী খাতুন, শফি সম্রাট , ইয়ুথ এ্যাম্বাসেডর  উৎস সরকার, জাকারিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সভার প্রারম্ভে পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির দুই সদস্য গীতা রানী কুন্ডু ও অনিমা মিত্র সদ্য সমাপ্ত মণিরামপুর পৌর সভা নির্বাচনে  পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ ছাড়া আগামী ১১ ফেব্রুয়ারী অভয়নগর ও মণিরামপুর উপজেলা পিএফজি’র যৌথ উদ্যোগে মশিয়াহাটী ডিগ্রি কলেজে আয়োজিত ভবদহ জলাবদ্ধতা নিরসনে করনীয় শীর্ষক মতবিনিময় সভা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


   আরও সংবাদ