ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচির উদ্বোধন


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ন


বোরহানউদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচির উদ্বোধন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ প্রথম বারের মতো কোভিড-১৯ করোনার ভ্যাকসিন (টিকা)'র শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন, ডাক্তার সাদি। 

আজ রোববার (৭ ফেব্রুয়ারি)  সাংবাদিক সহ ৯০ জনকে করোনার ভ্যাকসিন পুশ করা হয়। আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ।

অন্যদিকে ভোলার ৭ উপজেলায় প্রথম দিনে করোনার টিকা নিয়েছেন ৭২৩ জন, জেলার জন্য মোট টিকা সংরক্ষণ ৬০ হাজার।

উল্লেখ্য, সকলকে করোনা থেকে নিরাপদ থাকতে টিকা নেয়ার জন্য আহবান করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোটার আইডিসহ নিয়ে আসলে রেজিস্ট্রেশন এবং টিকা নেয়া যাবে।


   আরও সংবাদ