প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ন
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলা থেকে চরফ্যাশন গামী জুয়েল নাজমুল নামের ঢাকা মেট্রো জ-১১-২৬৭৫ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভোলার বোরহানউদ্দিন পৌর -৩ নং ওয়ার্ডের হ্যলিপ্যাড নামক স্থানের পুকুরে পরে ১২ জন আহত হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোক আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশন গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিস অফিসের সাথে হ্যালিপেডের পুকুরে পরে যায়।
এসময় অভি হাওলাদার, মানিক মিয়া, মমতাজ, রাসেল ও সুবর্ণা নামের যাত্রীসহ আরো ৬ জন আহত হয়। তবে বাস কতৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। ১২ জন আহত হয়েছে। ১১ জন বোরহানউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। একজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।