ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:২৮ পূর্বাহ্ন


চৌগাছায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

চৌগাছা থেকে ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালিত হয়েছে।‘‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’’ এ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালনে চৌগাছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বেলা দশটায় চৌগাছা পাবলিক লাইব্রেরীর সামনে থেকে একটি র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরিতে ফিরে শেষ হয়। পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় লাইব্রেরি প্রাঙ্গনে উদীচী শিল্পী গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অ্যাডভোকেট তজিবর রহমান।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাইব্রেরির সহ-সভাপতি সহ-অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক চৌগাছা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন শামীম আকতার লিখন, নির্বাহী সদস্য ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, কবি শাহীন মাহবুব ও নাজমা আক্তার শিমু।

এ সময় উপস্থিত ছিলেন লাইব্রেরির নির্বাহী সদস্য ও চৌগাছা সরকারি কলেজের গ্রন্থগারিক নাসরিন সুলতানা, ভাস্কর শিল্পী আতিয়ার রহমান, শিল্পী পল্লী চিকিৎসক মিজানুর রহমান, ইসমতারা বেগম, প্রমিলা বালা বিশ্বাস, কবি আব্দুর রহিম, গীতিকার ও গায়ক আব্দুল গণি, রাজিব হোসেন, শফিকুল ইসলাম, ইয়ানুর রহমান প্রমুখ।


   আরও সংবাদ