প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২১ ২০:১৯ অপরাহ্ন
যশোর থেকে রহিদুল খান : যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন লেগেছে। রাত সোয়া আটটায় এই রিপোর্ট লেখার সময়ও আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত ব্যারাকে আগুন জ্বলছে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কীভাবে আগুন লাগলো, তা কেউ নিশ্চিত করতে পারেননি।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, আগুন লাগার পর পরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
কোতয়ালী থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারাও আগুন লাগার খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে গেছেন। সেখানে দাঁড়িয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, তারা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।
রাত সোয়া আটটার দিকে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান জেলখানায় যান। তিনি আগুন নেভানোর কাজ তদারকি করছেন।