প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২১ ২২:০৫ অপরাহ্ন
চৌগাছা থেকে ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় কোয়ালিটি ফিডস লিমিটেড এর উদ্দ্যোগে ডেইরি পারফরমেন্স ফিড মান উন্নয়ন কর্মশালা চৌগাছা কামিল মাদ্রাসার হল রুমে বিকাল ৩ টায় অনুষ্টিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চৌগাছা বাজারের বিশিষ্ট ফিড ব্যবসায়ী হাসান এন্টার প্রাইজের মালিক মোঃ হাসানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে ছিলেন ডাঃ আল আমিন, RIC( Tcch- poultry)। বিশেষ অতিথী হিসাবে ছিলেন ডাঃ রাহেবুল ইসলাম, MEO( Tcch- poultry) , জাহিদুল ইসলাম, MEO( T F) কোয়ালিটি ফিডস লিমিটেড।
উক্ত কর্মশালায় চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ফিড ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন।