প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২১ ২২:০২ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের অসুস্থ্য প্রবীণ আওয়ামী লীগ নেতা রওশন আলী সরদারকে দেখতে সোমবার বিকেলে তার বাড়ীতে যান মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূনর্বার নবনির্বাচিত মণিরামপুর পৌর মেয়র আলহাজ্ব অধ্য কাজী মাহমুদ হাসান।
এ সময় মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামীmলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ প্রবীণ আওয়ামীmলীগ নেতা রওশন আলী সরদার মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন এবং উপজেলা যুবলীগের সদস্য হোসেন আলীর পিতা। তিনি স্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে বাড়ীতে চিকিৎসাধীন আছেন। উপজেলা আওয়ামী লীগের প্রয়াতঃ সেক্রেটারী গোলাম মোস্তফা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ এম.এম নজরুল ইসলামের ঘনিষ্ট সহচর প্রবীন এই ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ নেতা বর্তমানে অসুস্থ্য হয়ে বাড়ীতে অচল জীবনযাপন করছেন।
গত ৩০ জানুয়ারী মণিরামপুর পৌর নির্বাচনে অধ্যক্ষ মাহমুদুল হাসান স্যারের বিজয়ের খবর শুনে আনন্দে বাড়ীতে সন্তানদের সামনে কাঁদতে থাকেন তিনি। সোমবার বাড়ীর আঙিনায় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা তথা নবনির্বাচিত মেয়রকে কাছে পেয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন প্রবীন এই নেতা।