ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে ২ কেজি গাজাসহ আটক ৪


প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২১ ২১:৫৯ অপরাহ্ন


মণিরামপুরে ২ কেজি গাজাসহ আটক ৪

মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুরের ঝাঁপা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২ কেজি গাজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছেন। 

রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝাঁপা ফাঁড়ি পুলিশের এএসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঝাঁপা এলাকার  বেজিতলা ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ মাদককারবারিকে আটক করতে সক্ষম হন বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে। 

আটক মাদককারবারিরা হলো বেনাপোল পোর্ট থানা এলাকার সরবাংহুদা গ্রামের জামাত মোড়লের ছেলে জামাল হোসেন (৪৫), রঘুনাথপুর গ্রামের করিম বক্সের ছেলে আনারুল ইসলাম (৩৫), মানতা গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাস (২৮) ও ভবেরবেড় গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবুল হোসেন (৪৭)। আটককৃতদের সোমবার সকালে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৮ ।


   আরও সংবাদ