প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১১ অপরাহ্ন
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম জেলার পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ৩৬ হাজার ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। যার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা।
আজ সোমবার (০১ ফেব্রয়ারি) বিকালে র্যাব-৭'এর অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট মেসার্স ডিডি ফিলিং স্টেশন এর সম্মুখে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ্বের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা দুইটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাক দুটি থামানোর সংকেত দিলে র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে ট্রাক দুটি হতে ০৫ জন লোক সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে।
আটককৃত আসামিরা হলেন- চালক সিরাজ (৩৮), ওমর ফারুক (২১), গফুর (২৬), আমজাদ হোসেন (৪২), জিয়াবুল হক (৪২) পরে মুহাম্মদ ইউনুচ (৪৫), ইছহাক (৪৩) দুই জনকে আটক করে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া এলাকায় মুহাম্মদ ইউনুচ এর বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে।
পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত ঘরের আলমিরার ড্রয়ারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগাম জেলার পটিয়া থানা ও আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।