ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় নকল দস্তা সার ধ্বংস করলো কৃষি বিভাগ


প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২১ ২০:৫৫ অপরাহ্ন


চৌগাছায় নকল দস্তা সার ধ্বংস করলো কৃষি বিভাগ

চৌগাছা থেকে ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় ১১০ কেজি নকল দস্তা সার জব্দ করে ধ্বংস করেছে কৃষি বিভাগ।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের মিন্টু ট্রেডার্স থেকে ৭০ কেজি জিংক প্লাস দস্তা ও ২০ কেজি চায়না শক্তিমান জিংক সালফেট এবং অপু ট্রেডার্স থেকে ২০ কেজি জিংক প্লাস দস্তা সার জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিনের নেতৃত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন ও উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সার ধ্বংস করার সময় দোকান দুটির সত্ত্বাধিকারী মিন্টু মিয়া ও  ঠান্ডু মিয়া, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন বলেন,মিন্টু ট্রেডার্স থেকে ৭০ কেজি জিংক প্লাস দস্তা ও ২০ কেজি চায়না শক্তিমান জিংক সালফেট জব্দ করে দোকানিদের দিয়ে ধ্বংস করা হয়েছে। নকল ওই দস্তা সারের বাজার মূল্য প্রায় সাড়ে ১৭ হাজার টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


   আরও সংবাদ