প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২১ ১৮:৩০ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুরের ঢাকুরিয়া বাজারে অগ্রণী ব্যাংক লিমিটের স্থানীয় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে শিক্ষক সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় অগ্রণী ব্যাংক যশোর জোনাল অফিসের কর্মকর্তা মোঃ কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিঃ মণিরামপুর শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা।
এ সময় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, রবিউল ইসলাম,আব্দুল হান্নান ও তরিকুল ইসলাম ব্যাংকিং সেবা সম্পর্কে উপস্থিত শিক্ষকদেরকে অবহিতকরার পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সভায় মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন,কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, ঢাকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, চান্দুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস পাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।