ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বোরহানউদ্দিনে নৌকার প্রার্থী রফিকুলের হ্যাট্রিক জয়


প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২১ ২১:০৪ অপরাহ্ন


বোরহানউদ্দিনে নৌকার প্রার্থী রফিকুলের হ্যাট্রিক জয়

বোরহানউদ্দিন প্রতিনিধি: তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার নৌকা মার্কার মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ৭১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে মোঃ হারুন-অর-রশিদ (ব্ল্যাকবোর্ড), ২ নং ওয়ার্ডে মোহাম্মদ সেলিম রেজা (পাঞ্জাবি),  ৩ নং ওয়ার্ডে মিরাজ পাটোয়ারী  (উটপাখি), ৪নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন পঞ্চায়েত(উটপাখি), ৫ নং ওয়ার্ডে ইবনে মাসউদ সোহাগ (পাঞ্জাবি), ৬ নং ওয়ার্ডে যোহেব হাসান(ডালিম ), ৮ নং ওয়ার্ডের মোঃ কামাল হোসেন(উটপাখি ), সংরক্ষিত আসনের ১ নং ওয়ার্ডে (১,২,৩) নাইটু বেগম(আনারস), ২ নং ওয়ার্ডে(৪,৫,৬) মাকসুদা বেগম (আনারস)নির্বাচিত হযেছেন।

ইতোপূর্বে ৭ও৮ নং ওয়ার্ডে তাজ উদ্দিন খান ও ইউসুফ হোসেন এবং সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে (৭,৮,৯) খালেদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 


   আরও সংবাদ