প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২১ ১৮:০৩ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতাঃ মালয়েশিয়া প্রবাসী মণিরামপুরের যুবক সিরাজুল ইসলাম (৩৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেছেন।
মঙ্গলবার সকালে সিরাজুলের মুত্যুর খবর স্বজনদের কাছে তার সহকর্মীরা জানান। এই খবর পাওয়ার পর থেকে তার পরিবারের মাঝে চলছে শোকের মাতম।
নিহত সিরাজুল ইসলাম মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের দণিপাড়ার সিদ্দিক মোড়লের ছেলে। প্রায় ৭ বছর আগে সংসারের সচ্ছলতার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান সিরাজুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার পেনাং শহরে থাকতো সিরাজুল ইসলাম। মঙ্গলবার সকালে রুমে থাকা অবস্থায় বুকে ব্যাথা জনিত কারণে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। নিহত সিরাজুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সিরাজুল ইসলামের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।