প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২১ ১৫:৩৩ অপরাহ্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে শীত-কুয়াশার মধ্যেও শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম দ্বিতীয় মেয়াদের পর হ্যাটট্রিক জয়ে আশাবাদী। বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান কবির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও প্রচার-প্রচারণা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই নির্বাচনী আমেজ। তবে জামাত মনোনীত প্রার্থী আব্দুস সালাম কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
তৃতীয় দফায় বোরহানউদ্দিন পৌর নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী নির্বাচনের মাঠে আছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম নৌকা, বিএনপির প্রার্থী মনিরুজ্জামান কবির ধানের শীষ ও জামাত মনোনীত প্রার্থী আব্দুস সালাম নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ইতোমধ্যে পৌর ৯ নম্বর ওয়ার্ড থেকে মো. ইউসুফ, ৭ নম্বর ওয়ার্ড থেকে তাজউদ্দিন খান ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে খালেদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৩০ তারিখ শনিবার পৌরসভার ১০ হাজার ৭২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৪ হাজার ৫০ ও পুরুষ ৪ হাজার ৩৬০ জন।
বুধবার পর্যন্ত দল মনোনীত একক মেয়রপ্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের কুশল বিনিময়, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও মাইকিংয়ে উৎসবমুখর ছিল পৌর শহরের অলিগলি। পৌর শহরের সব স্থান পোস্টারে ছেয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি। তবে বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং জামাত মনোনীত প্রার্থীর নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা অনেকটাই কৌশলে চালিয়ে যাচ্ছেন।
নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম বলেন, 'গত নির্বাচনে দেওয়া ৮৫ শতাংশ নির্বাচনী ওয়াদা আমি পূরণ করেছি। কোনো কোনো ক্ষেত্রে এর বেশি। এজন্য জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে পূনরায় নির্বাচিত করবে।
অন্যদিকে বিএনপির প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির জানান, জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তাকে নির্বাচিত করবে। সিনিয়র নেতারা মামলা-হামলার ভয়ে প্রকাশ্যে আসছেন না, এজন্য তারা কিছুটা কৌশলী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল্যাহ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।