ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

টাইগারদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ


প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২১ ১৪:৫৪ অপরাহ্ন


টাইগারদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ

স্টাফ রিপোর্টার: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও হাসান মাহমুদের তাণ্ডবে ১২২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই ৪ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

এই ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। আর এর প্রথম উইকেটেই সাকিবের হয়েছে দারুণ মাইলফলক। নিজেদের মাটিতে এটি ওয়ানডেতে সাকিবের ১৫০তম উইকেট।

অন্যদিকে অভিষেক ম্যাচেই জাত চেনালেন হাসান মাহমুদ। ৩০তম ওভারে রভমেন পাওয়েল (২৮) ও রেইমন রাইফারের (০) উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন উইন্ডিজ শিবিরে। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও ৩২তম ওভারে আকিল হোসেইনের উইকেট তুলে নেন হাসান মাহমুদ।

বাংলাদেশ টিমের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয় এই পেসারের। ৩২.২ ওভারে ১০ উইকেট খুইয়ে ১২২ রানে উইন্ডিজ ইনিংস শেষ হয়।

ধারাবাহিকভাবে ভালো বোলিং করায় জাতীয় দলে স্থান হয় তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

১২২ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের দ্বিতীয় সর্বনিম্ন। ম্যাচে সাকিব ৪, হাসান ৩, মোস্তাফিজ ২ এবং মেহেদী হাসান মিরাজ ১ উইকেট পান।


   আরও সংবাদ