প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরে এশিয়ান কাপে খেলার স্বপ্ন ফিকে হয়েছে বাংলাদেশের। তবে যেভাবে হামজা-শমিতরা খেলেছেন তা ছিল প্রশংসনীয়। ৩-১ গোলে পিছিয়ে থেকে ৩-৩ স্কোরলাইন। এরপর অন্তিম মুহূর্তে গোল খেয়ে হার।
এমন হারের পর দলের ও সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। দলের লড়াইয়ে গর্বিত হামজা এবং আগামী মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে লেস্টার সিটির এই তারকা লেখেন, ‘ফুটবলের উত্থান-পতন... দলের জন্য আমি গর্বিত, কিন্তু আমাদের পরের ধাপে যেতে হবে এবং মঙ্গলবারই এটি ঠিক করার আরেকটি সুযোগ আমাদের সামনে আছে! আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
বৃহস্পতিবার ঢাকার মাঠে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক গোলটি করেন হামজা। তবে শেষ মুহূর্তের গোলে হৃদয় ভাঙে বাংলাদেশের।
আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া জামাল-হামজারা।