ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনা‌পো‌ল সীমান্তে বি‌দেশি মুদ্রাসহ যাত্রী আটক


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২১ ১৫:১৮ অপরাহ্ন


বেনা‌পো‌ল সীমান্তে বি‌দেশি মুদ্রাসহ যাত্রী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : ‌বেনা‌পো‌ল সীমান্ত থেকে ১২ হাজার ৫০০ আ‌মে‌রিকান ডলার, ২০ হাজার ভারতীয় রু‌পি, ৩টি মোবাইল ও অন্যান্য মালামাল সহ ক‌বির উ‌দ্দিন না‌মে এক পাস‌পোর্ট যাত্রী‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) সদস্যরা। 

বৃহস্প‌তিবার বিকা‌লে বেনাপোল চেক‌পোস্ট আন্তর্জা‌তিক প্যা‌চেঞ্জার টা‌র্মিনাল এলাকা থে‌কে তাকে আটক করা হয়। আটক ক‌বি‌রের বা‌ড়ি গোপালগঞ্জ জেলায়।

‌বেনা‌পোল আই‌সি‌পি ক্যা‌ম্পের সু‌বেদার আশরাফ আলী জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তার ব্যাগ তল্লা‌শি ক‌রে এসব বি‌দেশি মুদ্রা ও মালামাল সহ তাকে আটক করা হয়।  মুদ্রা পাচা‌রের অ‌ভি‌যো‌গে মামলা দি‌য়ে তা‌কে বেনা‌পোল পোর্ট  থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলে তিনি জানান।


   আরও সংবাদ