ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নড়াইলে ঊষার আলো সমাজিক সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২১ ১৪:৩৫ অপরাহ্ন


নড়াইলে ঊষার আলো সমাজিক সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি : নড়াইল জেলায় ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে প্রায় দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঊষার আলো সংগঠনের সেচ্ছাসেবীরা দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্রের মধ্যে রয়েছে কম্বল, সোয়েটার ও হুডি। 

সংগঠনটি জানা যায়, নড়াইলের বিভিন্ন জায়গায় তীব্র শৈত্যপ্রবাহে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে গত বছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন শাফায়াত হোসাইন, মনিরুল ইসলাম, মোঃ রাসেল, সাব্বির আহমেদ, কামাল হোসেন, রাকিবুল ইসলাম, রহিমা বিনতে আব্দুল আলীম প্রমুখ।

ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, নড়াইলে চলমান শৈত্যপ্রবাহে অসহায় হয়ে পড়া শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া দরিদ্রদের কষ্ট লাঘবের নিমিত্তে আমরা সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করেছি। 

উল্লেখ্য, ঊষার আলো সমাজকল্যাণ সংঘ নড়াইলের একটি জনপ্রিয় সামাজিক সংগঠন। সংগঠনটি করোনা সঙ্কটসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে নানারকম সামাজিক কর্মকান্ড পরিচলনা করে সুনাম অর্জন করে।


   আরও সংবাদ