প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২১ ১৪:২৯ অপরাহ্ন
চৌগাছা থেকে ফখরুল ইসলাম: যশোরের চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ১১/০১/২০২১ সোমবার সকাল ১০ টা থেকে আনুষ্টানিক ভাবে বিদ্যালয়ের মাঠে লটারির মাধ্যমে ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেনির শিক্ষার্থী নির্বাচিত হয়।
৬ষ্ঠ শ্রেণিতে ২৯৯ জনের আবেদনের মধ্যে ১৮০ জন শিক্ষার্থী ( মুক্তিযোদ্ধা কোটাসহ) নির্বাচিত হয়। এবং ওয়েটিংয়ে আছে ৪৫ শিক্ষার্থী। ৮ম শ্রেনিতে ১১ জনের আবেদনের মধ্যে ১জন নির্বাচিত হয়। এবং ওয়েটিংয়ে ১ জন। ৯ম শ্রেনিতে ৩৪ জনের মধ্যে ১ জন এবং ওয়েটিংয়ে ১ জন।
উক্ত লটারি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন - চৌগাছা উপজেলার নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক। সহকারী কমিশনার ( ভুমি) নারায়ন চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুজ্জামান। একাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার ইসতিয়াক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।