ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে চা বিক্রেতা জালালকে হত্যা


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২১ ২৩:৪৪ অপরাহ্ন


মণিরামপুরে চা বিক্রেতা জালালকে হত্যা

মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুরের পল্লীতে জালাল কারিকর (৫৫) নামে এক চা বিক্রেতাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) ভোরে উপজেলার ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামের ঈদগাহের নিকটে রাস্তার পাশে চা বিক্রেতা জালালের কাদামাটি মাখা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত জালাল খালিয়া গ্রামের আজিবর কারিকরের ছেলে। সে খালিয়া মোড়ে দীর্ঘ দিন ধরে চা’য়ের দোকানদারী করে আসছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার অতিপ্রত্যুষে জালাল দোকানে আসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কিন্তু সে এ দিন দোকানে পৌছাতে পারেনি। পথিমধ্যে খালিয়া গ্রামের ঈদগাহের কাছে একটি পরিত্যক্ত বাড়ীর পাশে রাস্তার ধারে তাকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে কাদামাটির মধ্যে ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দা তৈয়ব আলী জানান, আজ ভোরে ফজরের নামাজে যাবার সময় রাস্তার উপর একটি বাজারের প্যাকেট পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে নিয়ে তিনি মসজিদে যান। নামাজ শেষে মসজিদের মুসল্লিরা ঘটনাস্থলে এসে রাস্তার ধারে চা বিক্রেতা জালালের মৃতদেহ কাদামাটি মাখা অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন । খবর পাবার পরপরই মণিরামপুর থানার ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহজান আহম্মেদ ঘটনাস্থলে যান এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, নিহতের পরনে লঙ্গি, শার্ট ও জ্যাকেট পরিহিত ছিলো। তার মাথায় জখমের চিহৃ ও রক্তমাখা ছিলো। ঘটনাস্থল থেকে একটি সিজার লাইট ও এক প্যাকেট সিগারেট উদ্ধার হয়েছে।  স্থানীয়রা জানান, নিহত জালাল হতদরিদ্র। দীর্ঘ দিন ধরে সে খালিয়া মোড়ে চা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তার স্ত্রী রাস্তায় কাজ করেন। একমাত্র কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন।  তার কোন শত্রæ ছিলো না ।  তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তার কোন মোটিভ এখনও জানা যায়নি।


   আরও সংবাদ