প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২১ ১৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোটার: নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কেক কাটা, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ।
দিনটি উদযাপন উপলক্ষ্যে, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের জন্মদিন উদযাপিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল। এ সময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
আলোচনা শেষে, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের দরিদ্র নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত শহীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।