প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২১ ২১:১২ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুরে উপজেলার রাজগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়োজিত স্যাকমো (উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) আবু তৌহিদের হাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ লাঞ্চিত হয়েছেন।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে এহেন অপ্রতিকর ঘটনাটি ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন,যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দিলিপ কুমার রায়, বিএমএ’র যশোর জেলা কমিটির সাধারন সম্পাদক ডাঃ এম.এ বাশারসহ পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সময় ঘটনার সাথে জড়িত স্যাকমো তৌহিদকে পুলিশ আটক করেন। এ ব্যাপারে স্যাকমো আবু তৌহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি থানায় মামলা হয়েছে।
ডাঃ শুভ্রারানী দেবনাথ বলেন, ঘটনার দিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান ফটকের সামনে ফুল বাগান পরিচর্যা করতে মালী শরিফুর রহমানের সাথে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলে সেখানে আসেন স্যাকমো আবু তৌহিদ। নিজের কর্মস্থলে না থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কেনো এসেছেন জিজ্ঞাসা করতেই স্যাকমো আবু তৌহিদ তেড়ে এসে তাকে (ডাঃ শ্রভ্রারানী দেবনাথ) লক্ষ্য করে তার হাতে থাকা তালা ছুঁড়ে মারেন।
এসময় আবু তৌহিদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয়ে ডাঃ শুভ্রারানীকে কিল-ঘুষি মারতে থাকলে সেখানে উপস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে ডাঃ শুভ্রারানী দেবনাথকে উদ্ধার করে স্যাকমো আবু তৌহিদকে হাসপাতালের একটি কক্ষে আটকিয়ে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তৌহিদকে আটক করেন।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ বাদী হয়ে স্যাকমো আবু তৌহিদের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। একজন অধঃস্তন কর্মচারী হয়ে কী কারণে এমন অপ্রীতিকর ঘটনা স্যাকমো আবু তৌহিদ ঘটিয়েছেন জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ বলেন, আমি ভাবতেও পারিনি সে এমন ঘটনা ঘটাতে পারে। তবে এ ঘটনার পরে জেনেছি সে নাকি তার কর্মস্থলের অনেকেরই সাথে বিভিন্ন সময়ে খারাপ আচরন করেছে এবং অনেকেরই মারধর করেছে। তবে ইতোপূর্বে কেউ তার বিরুদ্ধে তেমন কোন অভিযোগ দেননি। এ ঘটনার পর তার পরিবারের লোকজন স্যাকমো তৌহিদ মানসিক রোগী বলে দাবী করছে।