ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা


প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২১ ১৪:৩৩ অপরাহ্ন


ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

টাংগাইল থেকে আব্দুল্লাহ আল মামুন: টাংগাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুল হক মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ভূঞাপুরের জন মানুষের নেতা ছোট মনির এমপি।

সভায় বক্তাগণ বলেন, 'দেশ ও দশের সেবায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন বছরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে যুবকদের সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।'

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাহেরুল ইসলাম তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ