ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের শুভ উদ্ধোধন


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ১৫:৩২ অপরাহ্ন


মণিরামপুরে আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের শুভ উদ্ধোধন

মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের বাববার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি সংসদের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ  উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আমির আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।  বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক  আবুল হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম,ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শামছুল হক মন্টু, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল হাই, জিল্লুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক প্রধান শিক আব্দুল জব্বার, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহম্মেদ, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার, আওয়ামীলীগ নেতা নিতাই চন্দ্র পাল,  ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক নাজমুল হাসান সবুজ, আবু তৈয়্যেব টুটুল, সদস্য বিপ্লব হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


   আরও সংবাদ