ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা, আটক ২


প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২০ ১৯:২৪ অপরাহ্ন


যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা, আটক ২

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দক্ষিণ বাটামারা গ্রামের প্রবাসীর মেয়ে ইমা (১৯) কে যৌতুকের দাবিতে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামীসহ আটক দুই।

প্রবাসী সালাউদ্দিন এর মেয়ে ইমা(১৯) কে, প্রতিবেশী  মিলন আইট্টার ছেলে, মঞ্জু আইট্টা (২৫) অনুমান ৬/৭ মাস পূর্বে বিবাহ করে। যৌতুক ছাড়া এই বিবাহ মঞ্জুর বাবা মিলন আইট্টা ও মা আমেনা বেগম মেনে নেয় নাই। বিবাহের পর থেকে ইমা তার বাবার বাড়িতেই থাকতে থাকেন। স্বামী মঞ্জু প্রায়শই ইমার কাছে আসা যাওয়া করত।

এরই ধারাবাহিকতায়  গত ২৭/১২/২০২০ তারিখ রাত ০৮ ঘটিকায় ইমার স্বামী মঞ্জু ইমাদের বাড়িতে যায়। রাত অনুমান ৯.০০টার দিকে রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ১১ঃ৩০ ঘটিকায় স্বামী মঞ্জু ইমাকে ডেকে ইমাদের ঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ে নিয়া যায়। সেখানে মঞ্জু ইমার নিকট যৌতুক দাবি করে। ইমা দিতে অস্বীকার করলে, শ্বশুড় মিলন আইট্টা,শ্বাশুড়ি আমেনা বেগম,দেবর নজরুল সহ অজ্ঞাত ২/৩ জনের প্ররোচনায় এবং সহযোগিতায় মঞ্জু ইমার গায়ের ওড়না দ্বারা হাত-পা বেঁধে,মুখ চেপে ধরে মার ধর করে।একপর্যায়ে ইমাকে হত্যার উদ্দেশ্যে ইমার গায়ে আগুন লাগিয়ে সকলে পালিয়ে যায়। ইমার ডাক চিৎকারে ইমার মা চাচী সহ আরো অনেকে এসে ইমাকে উদ্ধার করে ইংরেজি২৮/১২/২০২০ তারিখ রাত অনুমান ০১টায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসেন।

কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঐ রাতেই ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করেন। ইমা বর্তমানে চিকিৎসাধীন আছে।

ইমার মা সুরমা বেগম  ও নানা নুরনবী চিকিৎসার কাজে নিয়োজিত থাকায়,তার মামা মোঃ মিজান বাদী হয়ে ইংরেজি ২৮/১২/২২০ তারিখ রাতে ০১। মঞ্জু আইট্টা (২৫),০২। মিলন আইট্টা(৫৫),০৩। আমেনা বেগম (৫০),০৪। নজরুল ইসলাম সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে  থানায় এজহার দায়ের করেন। ভিকটিমের মামার এজহারের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২০ তারিখ- ২৮/১২/২০২০ ইং, ধারা - নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৪(১)/১১(গ)/৩০।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন বিপিএম জানান, গ্রেফতারকৃত দুই স্বামী ও শ্বশুরকে আজ আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


   আরও সংবাদ