ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নড়াইলে ঊষার আলোর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন


প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২০ ২১:২৯ অপরাহ্ন


নড়াইলে ঊষার আলোর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার চন্ডিবরপুর ইউনিয়নে সামাজিক সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এবং ইচ্ছাপূরণ সেচ্ছাসেবী সংগঠন ও নড়াইল জেলা ব্লাডব্যাংকের সহায়তায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ২.৩০ মিনিট থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ইউনিয়নের চালিতাতলা বাজারে এবং আশপাশের এলাকায় বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ তাদের নিজ নিজ রক্তের গ্রুপ নির্ণয় করান।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊষার আলোর সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম,  রকিবুল ইসলাম প্রমুখ।

সংগঠনটির নেতা মোঃ আব্দুল্লাহ জানান, ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আমরা প্রতিনিয়ত মানবতার সেবায় রক্তদান করে যাচ্ছি। এছাড়াও ইতোপূর্বে নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করেছি। আমাদের এই কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যেই মূলত আজকের এই কর্মসূচি।


   আরও সংবাদ