ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নীলফামারীতে তাঁতী লীগের বিজয় দিবস উদযাপিত


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৩ অপরাহ্ন


নীলফামারীতে তাঁতী লীগের বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে নীলফামারী জেলা তাঁতী লীগ।

সূর্য্যেদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী পৌরসভা,  নীলফামারী পাবলিক লাইব্রেরী, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী মহিলা ডিগ্রি কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন, দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এড জামিল আহমেদ, জেলা তাঁতী লীগের সহ সভাপতি আব্দুর রহিম, জেলা তাঁতী লীগ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মুন্না, পৌর তাঁতী লীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক নীতিশপালসহ জেলা তাঁতী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা

পরে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা স্বাস্থবিধি মেনে ফুলেল শ্রদ্ধা জানান।


   আরও সংবাদ