ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নীলফামারীবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন দেওয়ান সেলিম


প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২০ ২৩:১১ অপরাহ্ন


নীলফামারীবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন দেওয়ান সেলিম

স্টাফ রিপোর্টার: বছর ঘুরে আবার ফিরে এসেছে সেই গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। ৪৯ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। সেদিন তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। আর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল বাঙালির। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।

নীলফামারী জেলাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

দেওয়ান সেলিম এক বিবৃতিতে বলেন,আমার রাজনীতি আসা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, আমি নীলফামারী তাঁতী লীগের সেবা করতে চাই, এবং সংঘঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই।


   আরও সংবাদ