প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৫ অপরাহ্ন
স্টাফস রিপোর্টার: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবা সরবরাহে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতমিন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এম.পি
তিনি আজ (১৫ ডিসেম্বর) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী উপস্থিত থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার “প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটালাইজড প্রযুক্তি সুশাসন নিশ্চিত করতে পারে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে। মধ্যম ও উন্নত দেশের নাগরিকের চাহিদার দিকে মনোনিবেশ করে আমাদের সেবা প্রদান সিস্টেমকে ঢেলে সাজানোর উদ্যোগ এখন হতেই গ্রহণ করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্ম যে আকাঙ্খা ও চাহিদা নিয়ে বড় হচ্ছে তাদের চাহিদার সাথে তাল মিলিয়ে সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হলে ডিজিটালাইজড পদ্ধতি প্রবর্তনের কোন বিকল্প নেই।
স্বপন ভট্টাচার্য্য বলেন, জাতির পিতার সোনার বাংলা গঠনের মূল দর্শন ছিল শোষণ ও বঞ্চনাহীন আত্মমর্যাদাশীল জাতি গঠন; যেখানে প্রতিটি মানুষ সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করবে। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে উন্নয়নের মাইলফলক উপহার দিয়েছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এর রূপরেখা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তর সংস্থা কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এর যে স্বপ্ন দেখিয়েছিলেন তা এখন বাস্তব। কোভিড-১৯ আমাদের দ্রুত ডিজিটালাইজড প্রযুক্তি গ্রহণের জন্য উৎসাহিত করেছে। প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক কাজে বার্ডের অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করে ইআরপি উন্নয়নের উদ্যোগ বার্ডের উন্নয়নের একটি মাইলফলক হয়ে থাকবে ।
পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো.রেজাউল আহসান বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে দাপ্তরিক কর্মকান্ডে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে সেবা গ্রহীতাগণ অল্প সময়ে, কম খরচে এবং স্বল্প প্রক্রিয়া অনুসরণ করে সেবা গ্রহণে সক্ষম হন। অন্যদিকে সেবা প্রদানকারী সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে পারে।
বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এন এম জিয়াউল আলম,পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এ টু আই এর প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, ফরহাদ জাহিদ শেখ, চিফ ই-গভার্নেন্স স্ট্রাটেজিষ্ট, ডিজিটাল সার্ভিস এটুআই, আইসিটি বিভাগসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ।