প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২০ ২১:৫০ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি--- রাজিউন)।
সোমবার জোহরবাদ স্থানীয় মদনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের কফিনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পলাশ কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন, স্থানীয় ইউপি চেয়ারমান মাষ্টার জহুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।