ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৮ অপরাহ্ন


শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান আশা: যশোরের শার্শায় পৃথক অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আনসার আলী খাঁর স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও দক্ষিণ বারপোতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, গোঁড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ নাসিমাকে আটক করে।
সে ভবেরবেড় গ্রামের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।

অপরদিকে, গোপন খবরে শার্শার বাগআঁচড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ ফারুককে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হয়েছে।

 


   আরও সংবাদ