ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মানবাধিকার সন্মাননা পেলেন দেওয়ান সেলিম


প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২০ ২৩:০৬ অপরাহ্ন


মানবাধিকার সন্মাননা পেলেন দেওয়ান সেলিম

স্টাফ রিপোর্টার:  সফল ও শ্রেষ্ট সমাজ এবং মানব সেবায় বিশেষ আবদান রাখার জন্য, বিশ্ব মানবাধিকার দিবস সন্মাননা পেলেন বাংলাদেশ তাঁতী লীগ নীলফামারী জেলা শাখা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।

‘জাগো বিশ্ব বিবেক, প্রিক্ষিত রোহিঙ্গা সংকট’ শীর্ষক আলোচনা সভা, সম্নাননা  প্রদান ও শীতবস্ত্র বিতরণ।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধায় রাজধানির পল্টন টাওয়ারে ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে।   আয়োজকরা এ সন্মাননা তুলে দেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদের হাতে।

এসময় নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রতিবেদকে বলেন। ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সেই সাথে নীলফামারী জেলা তাঁতী লীগের সকল নেতাকর্মীদের অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই।

এসময় দেওয়ান সেলিম তার বক্তিতায় বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নির্দেশনায়। করোনা কালে আমার এলাকার গরিব ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় সকল কিছু আমার নিজ অর্থায়নে মানুষের মাঝে বিতরণ করেছি। আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি দিন-রাত জীবন বাজি রেখে কাজ করেছি।

করোনা কালে মানুষের জন্য কাজ করতে গিয়ে মরণব্যাধি করোনা ভাইরাসের সাথে টানা ২৯ দিন মৃত্যুর সাথে পান্জা লরি। অবশেষে আল্লাহ রাববুল আলামীনের অশেষ রহমত ও সকলের দোয়ায় আমি করোনাকে হারিয়ে জয় লাভ করি। এবং সুস্থ হয়েই আবারও মাঠে ফিরে মানুষের কল্যাণে কাজ শুরু করি।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন। সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, বীর মক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ, পীরজাদা শহীদুর হারুন, অতিরিক্ত সচিব,  মেজর শেখ হাবিবুর রহমান, আহবায়ক মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদ,  আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের চোয়ারম্যান শাহ আলম চুন্নু, দেওয়ান সেলিম আহমেদ, সভাপতি নীলফামারী জেলা তাঁতী লীগ।


   আরও সংবাদ