ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মানবতার দেয়াল এখন স্বরুপকাঠীতে


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২০ ২০:১৮ অপরাহ্ন


মানবতার দেয়াল এখন স্বরুপকাঠীতে

বিশেষ প্রতিনিধি : বরিশালের স্বরূপকাঠিতে মানবতার দেয়াল নামে একটি সামাজিক উদ্যোগ নেওয়া হয়। স্বরূপকাঠীর সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী গ্রামে একটি ও বলদিয়ার ডুবি বাজারে একটি সর্বমোট দুইটি দেয়াল স্থাপন করা হয়। 

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে বালিহারী গ্রামে একটি এবং বলদিয়ার ডুবি বাজারে একটি নিয়ে দুইটি মানবতার দেয়াল স্থাপন করা হয়। 

যেখানে লেখা রয়েছে- আপনার প্রয়োজনীয় কাপড়টি নিয়ে যান, অপ্রয়োজনীয় কাপড়টি রেখে যান। আসন্ন্য শীত মৌসুমে শীত-বস্ত্রহীন মানুষের জন্য এটি একটি ভাল উদ্যোগ বলে মনে করছেন গ্রামবাসীরা।

বিশ্বের মধ্যে সর্ব প্রথম ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। যা আস্তে আস্তে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায়, স্বরুপকাঠীর বালিহারী গ্রামে স্থাপন করা হল মানবতার দেয়াল। 

গ্রামের সমাজ সেবার কাজে সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আবুল বাশার হোসেনের ছেলে সরোয়ার হোসেনের নেতৃত্বে এই দেয়াল স্থাপনা করা হয়। যেখানে সমাজের উচ্চতর লোক থেকে শুরু করে সকল ধরনের লোক অপ্রয়োজনীয় কাপড় রেখে যায় এবং সকলেই উক্ত বিষয়টি জনসেবামূলক কাজের সাথে তুলনা করেছেন। উক্ত মানবতার দেয়াল গ্রামের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে হ্যাঁ, আমরা সবাই পারি গরিব ও দুস্থ জনগণের পাশে দাড়াতে।

মানবতার দেয়াল নামের এই সমাজসেবামূলক কর্মকান্ড দেশের সকল গ্রামে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা আমাদের সকলের। এছাড়াও আপনি আমি আমরা সবাই পারি আসন্ন শীতের মধ্যে বস্ত্রহীনদের পাশে দাড়াতে।


   আরও সংবাদ