ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাঙ্গাবালীতে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে গণসংবর্ধনা


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ২২:৩৭ অপরাহ্ন


রাঙ্গাবালীতে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে গণসংবর্ধনা

রাঙ্গাবাল থেকে এম এ ইউসুফ আলী: সদ্য ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে সাংগঠনিক সম্পাদক করায় গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। বুধবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়  এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবমুখর পরিবেশে উপজেলা যুবলীগের উদ্যোগে বাহেরচর বাজারে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন অ্যাড. সোহাগ। তাকে উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  এরআগে অভ্যর্থনা জানিয়ে আনন্দ মিছিল করে অ্যাড. সোহাগকে আয়োজনস্থলে নিয়ে আসেন যুবলীগ নেতাকর্মীরা।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আরিফুজ্জামান রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা যুবলীগের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল প্রমুখ।   

উল্লেখ্য, পটুয়াখালীর সন্তান অ্যাড. সোহাগ এরআগে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।


   আরও সংবাদ