ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় রোকেয়া দিবস পালিত


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ২২:৩০ অপরাহ্ন


চৌগাছায় রোকেয়া দিবস পালিত

চৌগাছা থেকে ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় আন্তজাতির্ক নারী নির্যাতন ও প্রতিরোধ পক্ষ উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনাসভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম এনামুল হক।

প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) নারায়ন চন্দ্র পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবা শীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি।

বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা, উপজেলা মৎস কর্মকর্তা এস এম শাহ জাহান সিরাজ, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ প্রভাস চন্দ্রগোস্বামী, সমাজসেবা অফিসার মেহেদী হাসান, প্রকল্প কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সমবায় অফিসার সালা উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ৫ জন জয়িতা মহিলাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।


   আরও সংবাদ