প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ১৭:১৪ অপরাহ্ন
নীলফামারী থেকে জয়নাল আবেদীন হিরো: গরুর ঘাড়ের জোয়াল মানুষের ঘাড়ে এমন বিস্ময়কর হৃদয় নিংড়ানো কলুর বলদের মত নিজের ঘাড়ে ঘানির জোয়াল টেনে জীবিকা নির্বাহ করে আসতেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের শারীরিক ভাবে অক.... মোস্তাকিম তেলি (৭০)।
তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে গরুর অভাবে নিজের ঘাড়ে তেলের ঘানি টানছেন এবং স্ত্রী ছকিনা বেগম (৬০) তাকে এ কাজে সহায়তা করে আসছেন। হতদরিদ্র ওই দম্পতি প্রতিদিন ৫/৬ঘন্টা ঘানি টেনে যে পরিমাণ তেল ও খৈল উৎপাদন করেন তা বিক্রি করে চার সন্তান সহ ছয়জনের সংসার
চালান তিনি । গত ২০ সেপ্টেম্বর মোস্তাকিম তেলি ও স্ত্রী ছকিনা বেগম কে নিয়ে দৈনিকসহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে মোস্তাকিম তেলি ও দম্পতি ছকিনা বেগমকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন
প্রকাশিত হলে তা নজরে আসে নীলফামারী সদরের নিউ বাবু পাড়া হাড়োয়ার ডেইরি ফার্মের মোস্তফা কামালসহ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের। গত ২০ সেপ্টেম্বর ডেইরী ফার্মের মালিক মোস্তফা কামাল তাকে একটি আনুমানিক ১লাখ ৩০হাজার টাকার এক গাভি প্রদান করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের পৃষ্ঠপোষকতায় মানবতার কল্যাণে নিয়োজিত ওয়ার্ল্ড ভিশন।
সংস্থাটি দুঃস্থ-অভাবী, মানবতার ব্যথায় ব্যথিত হয়ে ঘাড় দিয়ে ঘানি টেনে তেল উৎপাদনকারী মোস্তাকিম তেলিকে ০৯ ডিসেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঘানি টানার জন্য একটি গরু প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, শ্যামল মন্ডল, মিন্টু বিশ্বাস, সানজিদা আনছারী, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, অনুসন্ধানকারী সংবাদ মাধ্যম কর্মীবৃন্দ।
এ আবেগঘন পরিবেশে গরু পেয়ে মোস্তাকিম তেলি আনন্দ অশ্রু ধরে রাখতে পারেনি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ পাকের কাছে। উপজেলা নির্বাহী অফিসারসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।