প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: টেকনাফে বিজিবি’র অভিযানে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার ইয়ার উদ্ধার।
আজ (৯ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ওই এলাকায় টহল জেদ্দার করে বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি বস্তাটি ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ১,৫০,০০,০০০/- টাকা মূল্যমানের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে কোন মাদক ব্যবসায়ী আটক করতে পারেনি বিজিবি।